কিনব্রিজের নিচে মিলল বিবস্ত্র লা শ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২১, ২০২৪
০১:৩৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২৪
০১:৩৬ পূর্বাহ্ন



কিনব্রিজের নিচে মিলল বিবস্ত্র লা শ


সিলেট নগরের ঐতিহ্যবাহী কিনব্রিজের নিচ থেকে এক ভবঘুরের (৩৫) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২০ নভেম্বর)  সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মৃত ব্যক্তির পরিচয় এখানো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় একাধিক সূত্র জানায়, মৃত ব্যক্তির নাম নূর মোহাম্মদ শাকিল (৩৫)।

পুশিল সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ সুরমা এলাকরা ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় মৃত্যু হয়েছে তার।’ তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’



এএফ/০১