সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৪
০৯:৪০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২৪
০৯:৪০ পূর্বাহ্ন
সিলেট নগরে যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে। তাঁর নাম বিলাল আহমদ মুন্সী (৩৫)।
সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের শাহপরান বাহুবল এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জের ধরে নিজ সংগঠনের নেতা-কর্মীদের হামলায় বিলাল নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
বিলাল আহমদ নগরের ৩৪ নম্বর ওয়ার্ডের খাদিম বহর আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। ওয়ার্ড যুবদলের কর্মী হিসেবে পরিচিত বিলাল।
স্থানীয় অনেকে জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে বিলালের সঙ্গে স্থানীয় যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরোধ ছিল। এ নিয়ে কয়েক দিন ধরে উভয় পক্ষে উত্তেজনা চলছিল। সোমবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের লোকজন বিলালকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় বিলালকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করলে সিলেট মহানগরের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিলাল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। হত্যার পেছনের কারণও অনুসন্ধান করা হচ্ছে।
এদিকে স্থানীয় যুবদলের একটি সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তার করতে গিয়ে যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে বিলাল খুন হয়েছেন। কয়েক দিন ধরে স্থানীয় যুবদল-ছাত্রদলের দুটি পক্ষ এখানে সক্রিয় ছিল। এই দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধও ছিল।
এএফ/০১