নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৪
০২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২৪
০২:৩৪ পূর্বাহ্ন
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে সিলেটে ‘সনাতনী ছাত্রসমাজ’র ব্যানারে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় নগরের বন্দরবাজার কোর্ট পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে আন্দোলনকারীরা বিকাল তিনটার দিকে নগরের কিনব্রিজ সংলগ্ন সারদা হলের সামনে কর্মসূচি পালনের জন্য জমায়েত হলে পুলিশ তাদের বাঁধা দেয়। পরে তারা কোর্ট পয়েন্টে কর্মসূচি পালন করেন।
পুলিশ এসময় বলে, পার্শ্ববর্তী সিলেট সার্কিট হাউসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মতবিনিময় রয়েছে। নিরাপত্তার স্বার্থে সারদা হলের সামনে বিক্ষোভকারীদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বলেন, ‘সব ধরণের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সনাতন ধর্মালম্বীরা তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’