একজন প্রভাষককে সাহায্যের জন্য মানবিক আবেদন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৭, ২০২৪
০৬:০৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৭, ২০২৪
০৬:০৭ পূর্বাহ্ন



একজন প্রভাষককে সাহায্যের জন্য মানবিক আবেদন


একটি সড়ক দুর্ঘটনা একজন মানুষকেই শুধু নয় একটি সাজানো গোছানো পরিবারকে কিভাবে তছনছ করে দিতে পারে তার উদাহরণ যেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক দেবব্রত ভট্টাচার্য (৩২)। গত ৩০ অক্টোবর সড়ক দুর্ঘটনায় পড়ে তিনি ঢাকায় হাসপাতালে পড়ে আছেন। তাঁর গলার সামনের হাড়, ঘাড়ের পিছনের হাড় এবং মেরুদণ্ডে মারাত্নক আঘাত লেগেছে। বাম হাতের কলারবোনের নিচের হাড়ও ভেঙে গেছে। 

তাঁর চিকিৎসার জন্য এখন দ্রুত কয়েকটি জটিল অস্ত্রোপচারের প্রয়োজন এবং এর জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তার ভবিষ্যত, তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সন্তানসম্ভবা স্ত্রীর দু’চোখে কেবল অন্ধকার। দিশেহারা স্ত্রী পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীর চিকিৎসার ব্যয় কোথা থেকে জোগাড় করবেন সে চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন।

দুর্ঘটনায় ধ্বংসের প্রান্তে দাঁড়ানো পরিবারটির একমাত্র উপার্জক্ষম ব্যক্তি, একজন শিক্ষককে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে তার পাশে দাঁড়ানোর জন্য বিবেকবান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার। মানবিকবোধ সম্পন্ন মানুষরা যদি একটু আন্তরিক হন তাহলে একজন শিক্ষক আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। শিক্ষার আলো ছড়াতে পারবেন। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা পরিবারটিও আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত প্রসারিত করলেই এই মহৎ চিন্তার বাস্তবায়ন সম্ভব। 

সাহায্য পাঠানো ও যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে-

জ্যোতির্ময় সিংহ মজুমদার (চন্দন), মোবাইল : ০১৭১১-৮৬০৩৩০ এবং কমল চক্রবর্ত্তী মোবাইল : ০১৭১৬-০৬৮৯৩৯।

বিকাশ নম্বর : ০১৭৫৭-২৯০২৮৪