সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৪
০৭:১৪ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২৪
০৭:১৪ অপরাহ্ন
‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন’ উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) বেলা দুইটার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম, সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফ মাহমুদ, মহানগর সেক্রেটারি শাহীন আহমদ, শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার প্রমুখ।
এর আগে ২৫ নভেম্বর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একতা ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি আওয়ামী ‘ফ্যাসিবাদী’ শক্তির পুনর্বাসন রুখতে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।