তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে মির্জা ফখরুল

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০১, ২০২৪
০৪:৫৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০১, ২০২৪
০৬:৩৬ অপরাহ্ন



তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে মির্জা ফখরুল


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যের লন্ডনে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছিলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছি।

আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব।’

দুই সপ্তাহের মধ্যে বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে।


এএফ/০২