শাবিপ্রবি প্রতিনিধি
ডিসেম্বর ০৩, ২০২৪
০৪:৩৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৩, ২০২৪
০৪:৩৯ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীতার লক্ষ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে ‘স্পোর্টস উইক’র আয়োজন করেছে হল কর্তৃপক্ষ।
আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় শাহপরান হলের স্পোর্টস জোনে স্পোর্টস উইকের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া। এসময় উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া হলের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।
জানা যায়, স্পোর্টস উইকে শাহপরান হলের আবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এবারের আয়োজনে রয়েছে ডার্ট, লুডো, ক্যারম, টেবিল টেনিস ও দাবা খেলা। শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে একক ও দ্বৈতভাবে খেলতে পারবেন। শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহযোগিতায় হল কর্তৃপক্ষ এগিয়ে আসবে। হল কর্তৃপক্ষের পরিচালনায় খেলাটি সম্পন্ন হবে। খেলায় বিজয়ীদের পরবর্তীতে পুরষ্কৃত করা হবে।
এবিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ বলেন , 'আমরা আজ শাহপরান হলে স্পোর্টস উইক'র উদ্বোধন করেছি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং সামাজিক উন্নয়ন ঘটায়। সুতরাং, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে জীবনের অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করা উচিত। এটি একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপনে সহায়তা করবে। শিক্ষার্থীরাও এতে হলে নতুনভাবে আনন্দ ও আমেজ ফিরে পাবে বলে আসা করছি।'
এনএ-০১/এএফ-১০