তুচ্ছ ঘটনায় নগরের হকার্স মার্কেটে কিশোর খু ন, আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ০৪, ২০২৪
০১:২৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২৪
০১:২৩ পূর্বাহ্ন



তুচ্ছ ঘটনায় নগরের হকার্স মার্কেটে কিশোর খু ন, আসামি কারাগারে


সিলেট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরের মারধরে জাহিদ খান (১৭) নামে আরেক কিশোর নিহত হয়েছেন।গত সোমবার বিকেল ৪টার দিকে নগরের লাল দিঘিরপাড় হকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোরের নাম ফরহাদ ইসলাম (১৬)। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। 

নিহত জাহিদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দিঘরকান্দি গ্রামের মো. দুদু মিয়ার ছেলে এবং নগরের হকার্স মার্কেটের একটি দোকানে সহায়তাকারী হিসেবে কাজ করতেন।

জানা গেছে, অভিযুক্ত কিশোর ফরহাদও মার্কেটে এক স্বজনের দোকানে সহায়তাকারী হিসেবে কাজ করত। সোমবার বিকেলে তার সঙ্গে পানি সংগ্রহ করতে যায় জাহিদ। সেখানে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি থেকে হাতাহাতিও হয়। একপর্যায়ে আটক কিশোরের ঘুষিতে জাহিদ আহত হয়। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোমবার রাতেই নিহতের বাবা বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ফরহাদকে রাতেই গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’


এএফ/০৪