সিলেটে এআইবিএ সিলেট স্পোর্টস ক্লাব ক্রীড়া সপ্তাহ শুরু হচ্ছে

খেলা ডেস্ক


ডিসেম্বর ০৫, ২০২৪
০৪:২৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৫, ২০২৪
০৪:২৬ পূর্বাহ্ন



সিলেটে এআইবিএ সিলেট স্পোর্টস ক্লাব ক্রীড়া সপ্তাহ শুরু হচ্ছে


আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিলেটের শিক্ষার্থীদের সংগঠন এআইবিএ সিলেট স্পোর্টস ক্লাবের উদ্যোগে এআইবিএ সিলেট ক্রীড়া সপ্তাহ শুরু হচ্ছে। এসআইএন্ডটি জলালাবাদ ক্যান্টনমেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

ক্রীড়া সপ্তাহের প্রতিযোগিতার মধ্যে থাকলে পুরুষদের ফুটবল, মেয়ে ও ছেলেদের ব্যাডমিন্টন এবং মেয়েদের হ্যাণ্ডবল প্রতিযোগিতা। ফুটবল প্রতিযোগিতায় ৬ টি দল, ব্যাডমিন্টন ডাবলস প্রতিযোগিতায় ৫০টি দল এবং মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতায় ৪টি দল অং মেনে। ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। 

পরষ্পরের মধ্যে সম্পর্ক, একে অপরের সঙ্গে কাজ করা, আত্মবিশ্বাস তৈরি এবং বন্ধুত্ব গড়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে  শিক্ষার্থীরা একাডেমিক জীবনের বাইরে বিকাশের সুযোগ, শারীরিক ও সামাজিক উৎকর্ষ অর্জনের একটি মঞ্চ তৈরি করে দেওয়া এ আয়োজনের লক্ষ্য 

 আয়োজকরা জানান, শিক্ষার্থী ও শিক্ষকরাসহ সংশ্লিষ্টরা ক্রীড়া সপ্তাহের জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন। প্রতিযোগিতার প্রিলিমিনারি, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডগুলো আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ হবে বলে প্রত্যাশা তাদের। 


এএফ/০৪