খেলা ডেস্ক
ডিসেম্বর ০৫, ২০২৪
০৪:২৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২৪
০৪:২৬ পূর্বাহ্ন
আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিলেটের শিক্ষার্থীদের সংগঠন এআইবিএ সিলেট স্পোর্টস ক্লাবের উদ্যোগে এআইবিএ সিলেট ক্রীড়া সপ্তাহ শুরু হচ্ছে। এসআইএন্ডটি জলালাবাদ ক্যান্টনমেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ক্রীড়া সপ্তাহের প্রতিযোগিতার মধ্যে থাকলে পুরুষদের ফুটবল, মেয়ে ও ছেলেদের ব্যাডমিন্টন এবং মেয়েদের হ্যাণ্ডবল প্রতিযোগিতা। ফুটবল প্রতিযোগিতায় ৬ টি দল, ব্যাডমিন্টন ডাবলস প্রতিযোগিতায় ৫০টি দল এবং মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতায় ৪টি দল অং মেনে। ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
পরষ্পরের মধ্যে সম্পর্ক, একে অপরের সঙ্গে কাজ করা, আত্মবিশ্বাস তৈরি এবং বন্ধুত্ব গড়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক জীবনের বাইরে বিকাশের সুযোগ, শারীরিক ও সামাজিক উৎকর্ষ অর্জনের একটি মঞ্চ তৈরি করে দেওয়া এ আয়োজনের লক্ষ্য
আয়োজকরা জানান, শিক্ষার্থী ও শিক্ষকরাসহ সংশ্লিষ্টরা ক্রীড়া সপ্তাহের জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন। প্রতিযোগিতার প্রিলিমিনারি, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডগুলো আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ হবে বলে প্রত্যাশা তাদের।
এএফ/০৪