নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০৫, ২০২৪
০৪:৫৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২৪
০৪:৫৫ পূর্বাহ্ন
তৃণমূল থেকে প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়ার তৈরির লক্ষ্যে সিলেটে আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে এক্স ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পৃষ্টপোষকয় আয়োজিত টুর্নামেন্টে অংশগগ্রহণের জন্য সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের আহবান করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিভিন্ন গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক গ্রুপে- ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। খ গ্রুপে- নবম থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এর মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যাডমিন্টন এককে ছাত্রদের ৬টি করে এবং ছাত্রীদের ৬টি করে দল অংশ নিতে পারবে। দ্বৈত প্রতিযোগিতায় ছাত্রদের ৪টি এবং ছাত্রীদের ৪টি করে দল অংশ নিতে পারবে।
আয়োজকরা আরও জানান, টুনামেন্টে অংশগ্রহণে ইচ্ছুকরা আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও জন্মনিবন্ধন সনদের ফটোকপিসহ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের জিমনেসিয়ামের হলরুমে সকাল ১০ টা থেকে বিকাল ৫টার মধ্যে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেনের সঙ্গে ০১৭১১১৯৮২৬২ ও ০১৭১৮৩৮৯২০৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
এসব তথ্য সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট এক্স ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক লোকমান আহমদ।