সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৬, ২০২৪
০৩:০৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২৪
০৩:০৪ পূর্বাহ্ন
সিলেটের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইইউবি) ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী আফসান সেতু। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন।
আফসান সেতু এনইইউবি’র ২০২২ স্প্রিং সেশনের শিক্ষার্থী।
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই বিজনেস ফেস্টের আয়োজন করে লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাব। প্রতিযোগিতায় দলগত ইভেন্টে নর্থ ইস্ট ইউনিভার্সিটির দল ‘দ্য ভিশনারী’ অংশ নেয়। দলের সদস্যরা হলেন- সুমাইয়া বিনতে কালামিয়া, মাহবুবা জেনিয়া তৃপ্তি এবং মেহদী হাসান চৌধুরী।
শিক্ষার্থীদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ। এক বিবৃতি তারা বলেন, ‘শিক্ষার্থীদের এ কৃতিত্বে আমরা গর্বিত। আফসান সেতু অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তাতে আমরা গর্বিত। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন তারা।