কোম্পানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ০৬, ২০২৪
০৭:৪৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৬, ২০২৪
০৭:৪৯ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল


ভারতে বাংলাদেশ হাই কমিশনের অফিসে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। 

বুধবার বিকাল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা সদর পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি নেতা ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা-দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেন। 

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, আকবর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিক আহমদ, দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আইন উল্লাহ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, বিএনপি নেতা নাছিম উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ওমর ফারুক, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল বাশার বাদশা, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি রমজান আলী, যুবদল নেতা আইনা মিয়া, রাসেল আহমদ, সাদেক মিয়া, জুনায়েদ আহমদ নয়ন,সাদিকুর রহমান, জমির উদ্দিন, সাইদুর রহমান প্রমূখ।

এসময় বক্তৃতারা বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সু- সম্পর্ক রয়েছে। কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মিথ্যা অভিযোগ এনে ভারতের অনেকে সেই সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে আগরতলায় থাকা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর করা হয়েছে। গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশের জনগণ ভারতে এমন আচরণ সহ্য করবে না। ভবিষ্যতে দেশবিরোধী কোন কর্মকাণ্ড হলে বাংলাদেশের মানুষ তার সমুচিত জবাব দেবে।


কেএ-০১/এএফ-০১