নর্থইস্ট ইউনিভার্সিটিতে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২৪
১১:৪৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২৪
১১:৪৯ অপরাহ্ন



নর্থইস্ট ইউনিভার্সিটিতে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা


সিলেটের নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উদ্যোগে ‘চিঠি’ শিরোনামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান ।

এনইইউবি কালচারাল ক্লাবের নতুন কমিটির এটি প্রথম অনুষ্ঠান।অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসকে। 

সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত শাহ ফরিদী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সি এসসি বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজ, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আমির হোসেন, সিএসসি বিভাগের প্রভাষক অয়ন দে ও কে. এম. আসিফুজ্জামান উপস্থিত ছিলেন। তারা ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচারাল ক্লাবের সাবেক দুই প্রেসিডেন্ট অমর হাসান শান্ত এবং সপ্তর্ষি দেব শান।

সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তিপর্বে আনুষ্ঠানিকভাবে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।নব গঠিত কমিটির প্রেসিডেন্ট করা হয়েছে অংশু মান বর্মকে, জেনারেল সেক্রেটারি করা হয়েছে তৃষিতা তালুকদার রাত্রিকে, ট্রেজারার পদে সৈকত দেব শাওন এবং তৌফিকুর রহমান রাব্বি অর্গানাইজারের দায়িত্ব দেওয়া হয়

উপস্থিত অথিতিবৃন্দ অল্প সময়ের প্রস্তুতিতে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানটির সাফল্যের পেছনে ক্লাবের সদস্যদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতাকে সাধু বাদ জানান ক্লাবের উপদেষ্টা শাহাদাত হোসেন পারভেজ। তিনি সাবেক প্রেসিডেন্টদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে পারফর্মারদের অসাধারণ উপস্থাপনার প্রশংসা করেন।


এএফ/০৮