কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৪
০৩:৫১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২৪
০৯:২১ পূর্বাহ্ন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন পক্ষের সংঘর্ষে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাত সোয়া নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। এ পর্যন্ত সংঘর্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার কাঁঠালবাড়ি, বর্নি ও কোম্পানীগঞ্জ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদম লেখা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় সংঘর্ষ চলমান রয়েছে।
এ সংক্রান্ত ভিডিও দেখুন- |
এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত ১৯ জন আহতে হয়ে কোম্পানীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার কামরুজ্জামান রাসেল।
পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম ঘটনাস্থল থেকে জানিয়েছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন পক্ষের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে দুই পক্ষে বিভক্ত হয়েছে দফায় দফায় সংঘর্ষ চলছে। থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা মিলে সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও কোন পক্ষই থামছে না।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টার দিকে ছোট্ট একটি বিষয়ে নিয়ে দুই জনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েক জন আহত হয়েছে। আমরা সংঘর্ষ থামাতে কাজ করছি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
কেএ-০১/এএফ-০২