নিজস্ব প্রতিবেদক ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৪
০৮:৩৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২৪
০৯:২৩ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গতকাল শনিবার রাতে তিন ঘন্টা টানা সংঘর্ষের পর আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে উপজেলাটি। সকাল থেকে মাইকে গ্রামবাসীকে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ানোর আহবান জানানো হয়। পরে উপজেলার থানা বাজার পয়েন্ট দুই গ্রামের মানুষ দেশি অস্ত্র হাতে সংঘর্ষে জড়ান। দফায় দফায় সংঘর্ষ ঠেকাতে পুলিশ ব্যর্থ হওয়ার পর বেলা দুইটার দিকে সেনাবাহিনী ও র্যাবে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
জানা গেছে, মোবাইল ফোনে চার্জ দেওয়াকে কেন্দ্র করে বাকবিতান্ডের মতো তুচ্ছ ঘটনায় দুই গ্রাম ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছেন। উপজেলার বর্ণি গ্রাম ও কাঠালবাড়ি গ্রামের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়েছে। আগের রাতে চার ঘন্টা সংঘর্ষের পর সেনাবাহিনী এসে তাদের নিবৃত্ত করে। এরপর আজ রবিবার সকাল থেকে ফের গ্রামের লোকজন মাইকিং ঘরে জড়ো হয়ে থানা বাজারে জড়ো হন। এরপর দুই পক্ষের লোকজন লাঠিসোটাসহ দেশিয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ান। সংঘর্ষে অসংখ্য আহতের খবর পাওয়া গেছে। একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বেলা দুইটার দিকে বিপুল সংখ্যক সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে থাকা সিলেট মিরর-এর কোম্পানীগঞ্জ প্রতিনিধি কবির আহমদ জানান, ‘সেনাবাহিনী ও র্যাব আসার কিছুক্ষণ পর পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী তাদের দুই দিকে সরিয়ে দিয়েছে। তবে দুই গ্রামের লোকজনই দুই পাশে অবস্থান করছেন। পরিস্থিতি থমথমে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া বলেন, ‘শনিবার বাজারের ফার্মেসিতে বর্ণির একটা ছেলে বাবুল মোবাইল চার্জে দিয়েছিলেন। চার্জ হওয়ার পর আরেকজন আসেন মোবাইলটি নিয়ে যেতে। তখন ফার্মেসির লোকজন ওই লোকের কাছে মোবাইল দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাকবিতাণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
কেএ-০১/এএফ-০২