সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৪
০৯:২৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৯, ২০২৪
০৯:২৯ অপরাহ্ন
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে খাদ্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। এ জন্য অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। আইএমএফ মনে করে, মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতি। এ জন্য প্রবৃদ্ধি কমবে।
রাজস্ব আদায়ও কমেছে। রিজার্ভের অবস্থাও চাপের মুখে রয়েছে বলে মনে করে এক সপ্তাহের বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার প্রাক্কালে সংস্থাটির মিশন প্রধান ক্রিস পাপাজর্জি এক ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন।
নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়াতেও আইএমএফ উদ্বেগ প্রকাশ করেছে। তবে সংস্থাটি বিশ্বাস করে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন তারা যে টাকাটা নতুন করে বাজারে ছেড়েছে সেটা তারা দ্রুত বাজার থেকে তুলেও নেবে।
তবে সেটা যদি না করে, তাহলে মূল্যস্ফীতি আরো বাড়বে, যা দেশের সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়াবে।
এএফ/০১