সিলেটে-তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত

জৈন্তাপুর প্রতিনিধি


ডিসেম্বর ২০, ২০২৪
০৯:৫১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২৪
০৯:৫১ পূর্বাহ্ন



সিলেটে-তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত


সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের ধামড়ী এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০), এই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১) এবং হাফিজুর রহমান (২০)। 

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,  লাল শাপলা বিল ঘুরতে একটি প্রাইভেটকারে করে সুনামগঞ্জ থেকে আজ শুক্রবার ভোরে রওয়ানা দিয়ে জৈন্তাপুর আসেন তারা। লাল শাপলা বিল ঘুরা শেষে বেলা ১১টার দিকে ফেরার পথে সিলেট-তামাবিল মহাসড়কে ধামড়ী এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২১৩-৩৮৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুছড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মোহন ও সায়েম নিহত হন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তিকরা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুরর রহমান মরা যান। 

এসব তথ্য নিশ্চিত করে সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুইজনকে স্থানীয় জনতার সহযোগিতায় উদ্ধার মেডিকেল প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ১জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দূর্ঘটনার কারন অনুসন্থান চলছে।


আরকেএস-০১/এএফ-০১