নিজস্ব প্রতিবেদক ও গোয়াইনঘাট প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৪
০১:৩৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২৪
০১:৩৭ অপরাহ্ন
জাফলংয়ের পর্যটনকে আরও ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সিলেট বিভাগের দেখা-অদেখা বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর আলোকচিত্র এবং শিল্পীর তুলিতে আঁকা সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী প্রদর্শনের। সঙ্গে আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্টেরও।
‘ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ। জাফলংয়ের রঙ-তুলিতে নতুন বাংলাদেশ’ শীর্ষক প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে শনিবার।
আয়োজকরা জানিয়েছেন, জাফলংয়ের চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীতে ১০০টি আলোকচিত্র ও ২০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ১০০টি আলোকচিত্রের মধ্যে দেশের সুনামধন্য আলোকচিত্র সাংবাদিক ও দৈনিক প্রথম আলো’র আলোকচিত্র সাংবাদিক আনিস মাহমুদের ৬০টি আলোকচিত্র স্থান পেয়েছে। বাকি আলোকচিত্রগুলো বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বিভিন্ন সময়ের সংগৃহিত আলোকচিত্র। এসব আলোকচিত্রে সিলেট বিভাগের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও দেখা-অদেখা দর্শনীয় স্থান তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে চিত্রশিল্পী নওশীন আজিজের ২০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এসব চিত্রকর্মে সিলেটের বিভিন্ন আলোচিত পর্যটনকেন্দ্র ও ঐতিহ্যবাহী স্থান, স্থাপনা তুলে ধরা হয়েছে।
স্বনামধন্য আলোকচিত্রি আনিস মাহমুদ সিলেট মিরর-কে বলেন, ‘পরিবেশ ও পর্যটন নিয়ে আমার আগ্রহ অপরিসীম। নিজের পেশাগত জায়গা থেকেও আমি এ বিষয়গুলোকে আলাদা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি পেশাগত সময়ের বাইরেও আমি সময় পেলে এ বিষয়গুলো নিয়ে কাজের চেষ্টা করি।’ তিনি আরও বলেন, ‘প্রদর্শনীতে আমার বিভিন্ন সময়ে তোলা ৬০টির মতো আলোকচিত্র স্থান পেয়েছে। এসব আলোকচিত্রে সিলেট বিভাগের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও দেখা-অদেখা দর্শনীয় স্থানকে তুলে ধরা হয়েছে। দর্শকরা ছবি দেখে এসব স্থান সম্পর্কে জানার সুযোগ পাবেন।’
দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা পর্যটকরা প্রদর্শনী ঘুরে দেখছেন। তারা এমন আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের প্রশংসা করছেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তিন দিনব্যাপী প্রদর্শনী ও ‘জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ‘জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টে’র শুভেচ্ছা দূত হাসান আল মামুন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম'র সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, অনূর্ধ্ব ১৬ জাতীয় কোচ নুরই আলম রাহেল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক মোহাম্মদ আজিজুর রহমান প্রমুখ।
এএফ/০৪