ফকিরির আমন্ত্রণে রুহ, মুক্তি ও সংবিধান বিষয়ক আলোচনা সভা আজ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২১, ২০২৪
০২:৫৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২১, ২০২৪
০২:৫৬ পূর্বাহ্ন



ফকিরির আমন্ত্রণে রুহ, মুক্তি ও সংবিধান বিষয়ক আলোচনা সভা আজ
আলোচক রিফাত হাসান


চিন্তা ও ফিকিরের সংঘ ফকিরির আয়োজনে সিলেটে রুহ, মুক্তি ও সংবিধান শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরের জিন্দাবাজারে নজরুল একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে রুহ, মুক্তি ও সংবিধান কথা বলবেন লেখক ও বুদ্ধিজীবী রিফাত হাসান।

অনুষ্ঠানের শেষে প্রশ্নোত্তরপর্বে শ্রোতারা লেখকের সঙ্গে উন্মুক্ত আড্ডায় অংশ নিতে পারবেন।

ফকিরির পক্ষ থেকে সিলেটের বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংশ্লিষ্ট সবাইকে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।



এএফ/০৫