শাবিপ্রবি প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৪
১১:০১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২১, ২০২৪
১১:০১ পূর্বাহ্ন
শীতের তীব্রতায় সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ (KIN) আয়োজন করেছে কিন শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি ২০২৪’।
আজ শনিবার (২১ ডিসেম্বর) ‘কিন স্কুল’-এর ১০৪ জন শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র এবং ভ্যাসলিন বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান। তিনি শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করেন এবং তাদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করেন। তিনি বলেন‚ ‘কিন স্কুলের শিশুদের মাঝে যে উচ্ছ্বাস ও আগ্রহ দেখি‚ তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি চাই কিন স্কুল আরো দূর এগিয়ে যাক এবং শিক্ষার্থীরা একদিন বড় হয়ে আলোকিত সমাজ গড়ার কারিগর হয়ে উঠুক।’
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং অধ্যাপক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী। তারা কিনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে কিনের সাধারণ সম্পাদক ইরাম বলেন‚ ‘আমাদের ‘কিন স্কুল’-এর প্রতিটি শিশু আমাদের পরিবারের মতো। তাদের সামান্য হাসি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা বিশ্বাস করি‚ তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই দায়বদ্ধতারই এক ক্ষুদ্র প্রকাশ। আমরা সবাই মিলে একদিন এই শিশুদের জন্য আরও বড় কিছু করতে চাই।’
‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত” এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০৩ সালের ৩০ জানুয়ারি শাবিপ্রবিতে যাত্রা শুরু করে ‘কিন’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম (কিন স্কুল), শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি‚ রক্তদান কর্মসূচি‚ সামাজিক সচেতনতা এবং চ্যারিটি প্রোগ্রামের মাধ্যমে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির এ আয়োজন শুধু একটি উদ্যোগ নয়; এটি সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি দায়িত্ব ও ভালোবাসার প্রতীক‚ যা কিনের সদস্যরা হৃদয়ে ধারণ করেন।
এনএ-০১/এএফ-০২