সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৪, ২০২৪
০৭:১৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৪
০৭:১৫ অপরাহ্ন



সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ


সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের ২০২৫ সালের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা দুইটায় ক্লাবের কনফারেন্স হলে এ দায়িত্বভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায়ী প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী নব নির্বাচিত প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী অ্যাডভোকেটের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় তিনি নব নির্বাচিত প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ডা. বনদীপ লাল দাস, পরিচালক অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এ এস সিরাজুল হক চৌধুরী, পরিচালক ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ আব্দুল্লাহ আহমদ, পরিচালক ক্রীড়া বিভাগ কামাল হাসান, পরিচালক সাংস্কৃতিক বিভাগ এ এম মিজানুর রহমান, পরিচালক আপ্যায়ন বিভাগ রাফি ইব্রাহিমকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বিদায়ী পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মামুনুর রশীদ, পরিচালক অর্থ ও পরিকল্পনা বিভাগ তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক ক্রীড়া মুফতি এ এস শামীম আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী ও বিদায়ী প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা কেক কেটে এই স্মরণীয় মুহূর্ত উদযাপন করেন।


 

এএফ/০১