বিজয় দিবসে তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৪, ২০২৪
০৮:২৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৪
০৮:২৩ অপরাহ্ন



বিজয় দিবসে তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পর্যটন নগর সিলেটে তারুণ্যকে ব্যাপকভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে: অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান


বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান তারুণ্যের চিন্তা-চেতনায় মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালকে সামনে আনার তাগিদ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘পর্যটন নগর সিলেটে তারুণ্যকে ব্যাপকভাবে কাজে লাগানোর  সুযোগ রয়েছে।’

মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে নগরের মজুমদারীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তরঙ্গ সমাজল্যাণ সংস্থার আহবায়ক-মফিজুর রহমান বারেকের সভাপতিত্বে এবং ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য  ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আব্দুল হাফিজ শাফির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন, বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার, আটাব-সিলেট জোনের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সোনালী স্বপ্ন বাংলাদেশ-এর চেয়ারম্যান কামরুন্নেসা খান শোভা মতিন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান বলেন, ‘সিলেটে সিভিল ব্যুরোক্রেসি ও মিলিটারিতে যে জেনারেশন গ্যাপের সৃষ্টি হয়েছে, তা পূরণে সকলকে সচেষ্ট হতে হবে। পাশাপাশি এ অঞ্চলে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।’ তিনি প্রশিক্ষণ দিয়ে বিদেশে বাংলাদেশী শ্রমিক পাঠানোর তাগিদ দেন।  

প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তরঙ্গকে একটি পাঠাগার স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন। দক্ষ জনশক্তি তৈরীতে ‘তরঙ্গ সেন্টার’ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ সেন্টারের মাধ্যমে জ্ঞান জিজ্ঞাসা, বিতর্ক ও বিজ্ঞান মেলার আয়োজন করা যেতে পারে। এলাকার উন্নয়নে তিনি সকলকে ঐক্যবদ্ধ হবার পরামর্শ দেন। 

এর আগে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন-ক্লাবের সদস্য সচিব মুহিবুর রহমান রানা। প্রতিষ্ঠাতা উপদেষ্টামন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন-সাদ উদ্দিন আহমেদ এবং সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন-নারী উদ্যোক্তা রেহানা আফরোজ খান এবং ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ করে শোক প্রস্তাব পাঠ করেন আহমেদ সাদ রিজভী।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা স্বারক তুলে দেন যথাক্রমে আহবায়ক-মফিজুর রহমান বারেক, যুগ্ম আহবায়ক- আব্দুল হাফিজ খান শামীম, আব্দুর রউফ সাহাগীর আহমেদ,আনোয়ার হোসেইন আনার, লুৎফুর রহমান খান মোসাদ্দিক, মিনার হোসেন মিনার, আনোয়ার হোসেন মিসবাহ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আব্দুল আজিম খান মাসুম, সদস্য সচিব-মহিবুর রহমান রানা, সিনিয়র সদস্য -রাহাত খান রাছি, সদস্য- সদরুল ইসলাম, সৈয়দ জাকির হোসেন,  মুরাদ খান নাহিদ, সৈয়দ শহিদ হুসেন সাবু, মিজান আহমেদ, নূর উদ্দিন খান হাসান, আমান খান কয়েছ, আহমেদ মুছা, মো: মুসা, ডা: মো: আব্দুল হাফিজ শাফি, আহমেদ সাদ রিজভী, হোসেন খান ইমাদ, আরশাদ নাজির খান রাহিম।

প্রসঙ্গত, মজুমদারী, লিচুবাগান, সৈয়দ মুগনী, খাসদবীর এর একাংশ নিয়ে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা। সংস্থার উদ্যোগে গত ১৬ ডিসেম্বর আয়োজন করা হয় দিনব্যাপী ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট । সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করা হয় শুক্রবার।


এএফ/০২