জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৪
১২:১৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২৪
১২:৪৪ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা দিয়ে ভারতে প্রবেশ করে সুপারি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে মো. মারুফ মিয়া (১৬) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
এ সংক্রান্ত পূর্বের সংবাদ: ভারতের অবিলম্বের সীমান্ত হত্যা বন্ধ করা উচিত: সিলেটে মির্জা ফখরুল |
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ৪৮ বিজিবির নিয়ন্ত্রনাধীন মিনাটিলা সীমান্তের সীমান্ত পিলার ১২৮২/৭-এস দিয়ে সুপারি আনতে ভারতে অনুপ্রবেশ করেন মারুফসহ কয়েকজন। ভারতের আনুমানিক ৬০ গজ ভেতরে খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করলে তাদের সঙ্গে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় এক খাসিয়া নাগরিক একনলা গাঁদা বন্দুক দিয়ে এক রাউন্ড গুলি করে। এসময় মারুফ গুলিবিদ্ধ অবস্থায় সঙ্গীদের সহায়তায় বাংলাদেশ ফিরে আসেন। পরে তাকে পরিবারের লোকজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, গোয়েন্দা সূত্রে ফায়ারের ঘটনা জানার সঙ্গে সঙ্গে দেড় কিলোমিটার দূরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গেয় বিজিবি মিনাটিলা বিওপির পক্ষ থেকে বিএসএফ রংটিলা বিওপির কাছে প্রতিবাদ জানায়। পরে বিকাল সাড়ে ৪টায় পতাকা বৈঠক করে প্রতিবাদ জানানো হয়। বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি এবং অভিযুক্ত ভারতীয় নাগরিককে আইনের আওতায় আনার জন্য বলা হয়।
এ বিষয়ে ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ভারতীয় ০৪ বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে আলোচনা করেন এবং অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করতে বলেন।
এএফ/০২