সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০১, ২০২৫
০১:০৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২৫
০১:০৫ অপরাহ্ন
নতুন বছরের প্রথম প্রহরে মঙ্গলবার রাতে সিলেট ক্লাব লিমিটেডের নির্বাচিত নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিলেট ক্লাবের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট হানিফ আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত প্রেসিডেন্ট আফজাল রশীদ চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
পূর্বের সংবাদ: সিলেট ক্লাবের নতুন সভাপতি আফজাল রশীদ চৌধুরী |
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট হাছিন আহমদ, ক্লাবের উপদেষ্টা ফয়সল আহমদ চৌধুরী, সাবেক প্রধান উপদেষ্টা মো. হাফিজ আহমদ, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, ডাইরেক্টর অ্যাডমিন খলিলুর রহমান চৌধুরী, ডাইরেক্টর ফাইনেন্স ওযাসিম আহমদ চৌধুরী, ডাইরেক্টর স্পোর্টস এন্ড কালচার শাহাদৎ হোসেন টিংকু, ডাইরেক্টর রিক্রিয়েশন সাজেদ আহমদ তাসহুদ বাপ্পী, ডাইরেক্টর অ্যাকোমেডেশন হাসান মুরাদ খাঁন রুমি, সাবেক ডাইরেক্টর অ্যাডমিন রথীন্দ্র কুমার দাশ নিশু, সাবেক ডাইরেক্টর ফাইনেন্স মোহাম্মদ হানিফ, সাবেক ডাইরেক্টর স্পোর্টস এন্ড কালচার জিল্লুর রগমান সুমন ও বিপুল সংখ্যক ক্লাব সদস্য।
নতুন কমিটি দায়িত্বভার গ্রহণের পর ক্লাব সদস্যদের অংশগ্রহণে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।