সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০১, ২০২৫
০১:২০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২৫
০১:২০ অপরাহ্ন
দৈনিক রূপালী বাংলাদেশ-এর সিলেটের ব্যুরো প্রধান ও দৈনিক শুভ প্রতিদিন-এর বার্তা সম্পাদক, কবি-কথাশিল্পী সালমান ফরিদের পিতা বিশিষ্ট সমাজসেবক, বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী আলহাজ্ব মহি উদ্দিন আহমদ (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার (১ জানুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্যব্যাধিতে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার গন্ধার কাপন গ্রামে। ওইদিন বেলা ২টায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মহিউদ্দিন আহমদ ১৯৫৩ সালের ১৩ নভেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার নরশিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি আনজুমানে আল ইসলাহে একনিষ্ঠ কর্মী ছিলেন। সংগঠনের কালিগঞ্জ বাজার আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। কালিগঞ্জ বাজারে অবস্থিত আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা।
উল্লেখ্য, ১১ মাস আগে ২০২৪ সালের ২৯ জানুয়ারি সালমান ফরিদের মা ইন্তেকাল করেন।
ডিআরইউর শোক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য সালমান ফরিদের পিতা আলহাজ মহিউদ্দিন আহমদের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের শোক
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশ এর সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদের পিতা বিশিষ্ট সমাজ সেবক, বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী আলহাজ্ব মহি উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং নবনির্বাচিত কমিটির সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ।
এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ বলেন- সাংবাদিক সালমান ফরিদের বাবা মহিউদ্দিন আহমদ ছিলেম সমাজ সেবক ও শিক্ষা দরদী। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তার ছিল নিবিড় সংশ্লিষ্টতা। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক । নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুখ প্রকাশ করেন।
এএফ/০২