বছরের প্রথম দিনে সিলেট সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০১, ২০২৫
০২:০৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০১, ২০২৫
০২:০৪ অপরাহ্ন



বছরের প্রথম দিনে সিলেট সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক


সিলেটের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ব্লোমিং স্টার (৩২) ও লোকাস (৫৫) নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন, ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে ব্লোমিং এবং একই জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারেুর ছেলে লোকাস।

আজ বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিংকে এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লোকাস নামে আরেকজনকে আটক করে।

৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত দুই ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।


এএফ/০৪