গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষার উন্নয়নে আজীবন কাজ করে যাবো: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৪, ২০২৫
১০:২৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৪, ২০২৫
১০:২৭ পূর্বাহ্ন



গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষার উন্নয়নে আজীবন কাজ করে যাবো: ফয়সল চৌধুরী


সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী বলেছেন, ‘সারাজীবন শিক্ষার উন্নয়নে কাজ করেছি। কারণ, শিক্ষা ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন অসম্ভব। তাই শিক্ষাক্ষেত্রে এখনো পশ্চাদপদ জনপদ গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাবো ‘আজ শনিবার (৪ জানুয়ারি) বিয়ানীবাজারের খাসড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজী মো. তাহির আলী ফাউন্ডেশন ইউ.এস ‘র  ১০ম মেধাবৃত্তি ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘বিয়ানীবাজারের  শিক্ষার উন্নয়নে হাজী মো. তাহির আলী ফাউণ্ডেশন ইউএসএ মহামূল্যবান অবদান রাখছে। টানা ১০ বছর ধরে মেধাবৃত্তি চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। এর পাশাপাশি বিভিন্ন সময়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেসসহ শিক্ষা উপকরণ তুলে দেয়া আরও কঠিন।’ 

এসব ব্যায়বহুল উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে হাজী মো. তাহির আলী ফাউন্ডেশন নীরবে নিবৃতে শিক্ষার উন্নয়নে অবদান রেখে চলেছে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রত্যেক অভিভাবক ও শিক্ষর্থীকে এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনা অন্যান্য সেক্টরের মতো আমাদের শিক্ষাক্ষেত্রও ধ্বংস করে গেছে। ৫ আগস্ট এই ফ্যাসিস্টকে দেশছাড়া করতে কোমলমতি শিক্ষার্থীরা গুরুত্বপূর্ন অবদান রেখেছে।’

ফাতেমা ব্রাদার্স গ্রুপ ইউএসএর অর্থায়নে ও মো. দেলোয়ার হোসেনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজী মো. তাহির আলী ফাউণ্ডেশন ইউএসএ ও ফাতেমা ব্রাদার্স গ্রুপ ইউএসএর চেয়ারম্যান এবং খয়রুননেছা মহিলা টাইটেল মাদরাসার উপদেষ্টা আলহাজ্ব সামছুল ইসলাম।

অনুষ্ঠান  যৌথ পরিচালনা করেন খাসারীপাড়া শুকতারা জনমঙ্গল সমিতির সাবেক সভাপতি রাসেল আহমদ জিবান ও সদস্য আহসান জামিল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাস্ট্রির (এবিসিসি) ট্রেজারার বিলাল আহমদ চৌধুরী, ব্যাটার ওয়ার্ল্ড ফাউণ্ডেশনের চেয়ারপার্সন কাজী হুমায়ুন কবির, মুবজিল আলী ও আমিনা বেগম মারকাজুল কোরআন খাসাড়ীপাড়ার সভাপতি এবং যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুর রহমান, শুকতারা জনমঙ্গল সমিতি খাসাড়ীপাড়ার সভাপতি মিজানুর রহমান রুমেল ও বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সির এবং প্যানেল মেয়র মিসবাহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি  মজির উদ্দিন আনছারী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিয়ানিবাজার উপজেলার সভাপতি  সোলেমান আহমদ,দক্ষিণ মুরিয়া উচ্ছ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস

 বিয়ানিবাজার মহিলা কলেজের সহকারী প্রভাষক ফয়সল আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ ,সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, গোলাবশাহ যুব সংঘের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ। বক্তারা শিক্ষার উন্নয়নে এ ফাউণ্ডেশনের সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যাক্ত করেন।

অনুষ্টানের শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সব শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেন ফয়ছল আহমদ চৌধুরীসহ বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে এলাকার সচেতন মহল, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



এএফ/০৩