সিলেট সীমান্তে এবার ভারতীয় চোরাই হোয়াইট ক্রিস্টাল সুগার জব্দ

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৫, ২০২৫
০৪:৩৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২৫
০৪:৩৯ অপরাহ্ন



সিলেট সীমান্তে এবার ভারতীয় চোরাই হোয়াইট ক্রিস্টাল সুগার জব্দ


ভারত থেকে অবৈধপন্থায় সিলেটে আনা ১২ হাজার কেজির বেশি হোয়াইট ক্রিস্টাল চিনি জব্দ করেছে পুলিশ। এসময় চিনি বহনকারী ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়। আটককৃত ট্রাক চালক আব্দুল আমিন কালা (৪০) গোয়াইনঘাট থানার হাটগ্রামের মৃত আব্দুর রবের ছেলে।


পূর্বের সংবাদ:

সিলেট সীমান্তে কোটি টাকার পণ্য আটক


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তামাবিল হয়ে চিনির একটি চালান সিলেটে ঢুকছে। সেই খবরের ভিত্তিতে তারা শুক্রবার রাতে শাহপরান (র.) থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালায়। এসময় একটি ট্রাক তল্লাসী করে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। বস্তাগুলোর গায়ে লেখা ছিল ‘হোয়াইট ক্রিস্টাল সুগার ইন্ডিয়া’। প্রতি বস্তায় ৪৯ কেজি হিসেবে সেখানে ছিল ১২ হাজার ৫ কেজি চিনি। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা।  এসময় চোরাচালানে ব্যবহৃত হলুদ রঙের হাইড্রোলিক ড্রাম ট্রাক (রেজিস্ট্রেশন নং ঢাকা-মেট্রো-ট-২৪-০৬৪৮) জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ‘ উদ্ধারকৃত মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকচালককে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। আটক ট্রাক চালককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।