সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০৭, ২০২৫
১০:৫১ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৭, ২০২৫
০৩:১০ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সিলেটের চিকিৎসাখাতের স্বনামধন্য প্রতিষ্ঠান কুইন্স হসপিটাল। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘কুইন্স হাসপাতালের অন্যতম উদ্যোক্তা জিয়াউর রহমান চৌধুরী চিকিৎসা শিক্ষায় দেশের অন্যতম সেরা বিদ্যাপিঠের অধ্যক্ষ হওয়ায় কুইন্স হাসপাতাল গর্বিত।
সোমবার (৬ জানুয়ারি) নগরের সুবিদবাজারে কুইন্স হসপিটালের সভাকক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
কুইন্স হসপিটালের চেয়ারপারসন অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির হিসাবে বক্তব্যে তিনি বলেন, ‘ডা. জিয়াউর রহমান চৌধুরী ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় কুইন্স পরিবার গর্বিত।’ তিনি বলেন, ‘সিলেটের স্বনামধন্য দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুইজন অধ্যক্ষকে পেয়ে কুইন্স হসপিটাল পরিবার গর্বিত।’ তিনি আরও বলেন, ‘অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস এবং অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী দুজনেই অত্যন্ত বিনয়ী ও নিরহংকারী মানুষ। তারা বড় আসনে অধিষ্ঠিত হয়েও বিনয়ের সঙ্গে সবার সঙ্গে মিলে মিশে চলেন।’ তাদের সুপরামর্শ ও রোগীদের সেবায় কুইন্স হসপিটাল বহুদূল যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সংক্রান্ত অন্য সংবাদ: ওসমানী হাসপাতালের প্রথম ডিপার্টমেন্টাল হেড'স অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন |
এর আগে বক্তব্যের শুরুতে কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্বরণ করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সমবেদনা জানান।
সংবর্ধিত অতিথি অধ্যাপক ড. জিয়াউর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে কুইন্স হসপিটালের কার্যক্রম ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, ‘ব্যবসায়িক অভিজ্ঞ ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী ও ডাক্তার আহমেদ নাফির যোগ্য নেতৃত্বে সুন্দর চমৎকার টিম ওয়ার্ককের মাধ্যমে কুইন্স হসপিটাল তাদের স্বাস্থ্য সেবায় এগিয়ে যাচ্ছে।’
অধ্যক্ষ হিসেবে নিজের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘এমএওজি ওসমানী মেডিকেল কলেজের সকল কার্যক্রমে স্বচ্ছতা আনার বিষয় গুরুত্ব, চিকিৎসকদের পদোন্নতি ইত্যাদি বিষয়ে গতি আনার জন্য কাজ করতে চাই। কিভাবে আরও ক্লিনিক হসপিটাল তৈরি করে মানুষকে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা দেওয়া যায় সে পদক্ষেপ নিতে চাই।’
কুইন্স হসপিটাল সিলেটে একটি ব্যতিক্রমধর্মী স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তার দিক থেকে, স্বাস্থ্য সেবা, পরামর্শ ও সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে তিনি তাকে নিয়ে এআয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে কুইন্স হসপিটালের সম্মানিত চেয়ারপারসন, মেডিকেল সার্ভিসেস এক্সিকিউটিভ কমিটি ও উইমেন্স মেডিকেল কলেজ সিলেটের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী বলেন, ‘বিগত সময়ের বৈষম্যর কারণে দীর্ঘদিন এই অর্জন থেকে দূরে ছিলেন অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। এখন উনি তাঁর উপযুক্ত জায়গায় আসীন হয়েছেন এবং তিনি তা ডিজার্ভ করেন।’ তিনি আরো বলেন, ‘অধ্যাপক ডা. জিয়াউর রহমান ব্যক্তি জীবনে একজন সফল চিকিৎসক, সফল পিতা, সফল স্বামী এবং রত্ন গর্বে গর্বিত একজন মানুষ।’ তিনি অধ্যাপক ডা. জিয়াউর রহমানকে অভিনন্দন জানান এবং উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
এর আগে শুরুতে স্বাগত বক্তব্য দেন কুইন্স হসপিটাল সুবিদবাজার সিলেটের পরিচালক মেডিকেল সার্ভিস ডা. আহমদ নাফি অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং এ সাফল্য ও অর্জনের জন্য কুইন্স হসপিটালের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইন্স হসপিটাল এর সকল কনসালট্যান্ট বৃন্দ।
এএফ/০২