নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০৭, ২০২৫
০১:০২ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৭, ২০২৫
০২:০৯ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠেছে প্রচার কাজ। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ২৬ পদের বিপরীতে লড়বেন ৬৫ জন প্রার্থী। তারা সবাই এখন ভোটাদের মন জয় করতে নিজেদের মতো করে কাজ করছেন।
তার আগে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক ছাড়াও অন্য দুই নির্বাচন কমিশনার হলেন অ্যাডভোকেট আবদুল করিম আকবরী ও অ্যাডভোকেট জামিল আহমদ।
নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ.টি.এম. ফয়েজ উদ্দিন ও সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
সহ-সভাপতি ১ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৪জন প্রার্থী। তারা হচ্ছেন জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), জ্যোৎস্না ইসলাম, মো. আলী হায়দার ও সৈয়দ ফেরদৌস আহমদ।
সহ-সভাপতি ২ পদেও সমসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই পদের প্রার্থীরা হলেন আব্দুস সোয়েব আহমেদ, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ মখলিছুর রহমান, মো. আফরোজ উদ্দিন।
এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। যা এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ। সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে চূড়ান্ত হওয়া প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন - গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, জোহরা জেসমিন, দেলোয়ার হোসেন দিলু, মাসুদুর রহমান খান (মুন্না), মুমিনুর রহমান (টিটু), মো. আজিম উদ্দীন, মো. জোবায়ের বক্ত জুবের ও মো. মশরুর চৌধুরী (শওকত)। যুগ্ম সম্পাদক ১ পদে রয়েছেন ৩ জন প্রার্থী। এ পদের প্রার্থীরা হলেন ইকবাল আহমদ, মো. অহিদুর রহমান চৌধুরী ও মো. তাজ রীহান (জামান)।
যুগ্ম সম্পাদক-২ পদে প্রার্থীর সংখ্যা ৬ জন। এ পদের প্রার্থীরা হলেন যথাক্রমে আমির মো. আমিনুর রব চৌধুরী, কানন আলম, মো. তানভীর আখতার খান, মো. রব নেওয়াজ রানা, মো. তাহমিনুল ইসলাম খান ও মোছা. সেবা বেগম।
এবারের নির্বাচনে সমাজ বিষয়ক সম্পাদক পদে প্রার্থী রয়েছেন দুইজন। তারা হলেন মোহাম্মদ মঈনুল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দুইজন। তারা হলেন দেবব্রত চৌধুরী লিটন ও সৈয়দ রাব্বী হাসান তারেক।
লাইব্রেরী সম্পাদক পদে রয়েছেন সুলেমান আহমদ চৌধুরী ও হেনা বেগম। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার পদে রয়েছেন দুই প্রার্থী। তারা হলেন দিলীপ কুমার কর ও মো. ছয়ফুল আলম। সহকারী নির্বাচন কমিশনারের দুইটি পদে প্রার্থী হয়েছেন মোট ৬ জন। তারা হলেন- আবুল কালাম আজাদ (রিপন), মোহাম্মদ নাজমুল হুদা, মো. আব্দুল্লাহ আল হেলাল, মো. কাওছার জুবায়ের, মো. খোরশেদ আলম খোকন ও মো. নাজমুল ইসলাম। সহ-সম্পাদকের ৩টি পদের বিপরীতে ৫ জন প্রার্থী হয়েছেন। প্রার্থী তালিকায় থাকারা হলেন - এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, কাওছার আহমদ, সাহেদ আহমদ, হানিফ আহমদ ও মো. আশরাফ হোসাইন।
কার্যনির্বাহী কমিটির ১১ টি পদের বিপরীতে এবার প্রার্থী হয়েছেন মোট ১৯ জন সিনিয়র সদস্য। এ পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা হলেন - আবু মো.আসাদ, আব্দুল মালিক, আশিক উদ্দিন (আশুক), এ. এস. এম. আব্দুল গফুর, এ. কে. এম. ফখরুল ইসলাম, কল্যাণ চৌধুরী, জুবের আহমেদ খান, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, মনজুর আহমদ, মামুন আহমদ শিকদার, মোর্তাজা আহমদ চৌধুরী, মোছা.আয়েশা সিদ্দিকা শিপা, মো. আলিম উদ্দিন, মো. আনোয়ার হোসেন,
মো. গিয়াস উদ্দিন, মো. ছয়ফুল হোসেন, মো. জামিরুল হক জামিল, রমেন্দু সিংহ চৌধুরী ও লুৎফা বেগম।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২৫ ইংরেজি সনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
এএফ/০৩