জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ০৮, ২০২৫
০৯:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৮, ২০২৫
০৯:৩৩ পূর্বাহ্ন
সিলেট-তামাবিল জাফলং মহাসড়কের উমনপুর এলাকায় জাফলংগামী গেইট লক সার্ভিস বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত রুমেল আহমদ (২৩) উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় রুমেল আহমদ তার এক সহপাঠীকে নিয়ে মোটরসাইকেল (কুমিল্লা-ল-১৪-০২৯৬) যোগে বাড়ি ফেরার পথে চিকনাগুল উমনপুর টার্নিং পয়েন্ট এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী গেইট লক সার্ভিস বাস তাদেরকে চাপা দেয়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী দুইজনকে হাসপাতালে নেওয়া পথে রুমেল আহমদ (২৩) মারা যান। আহত অপর আরেকজনের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয় জনতা রাস্তা অবরোধ করলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে রাস্তা ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়রা সাধারণ বাস ও গেইট লক সার্ভিসের বাস চলাচল বন্ধ করে রাখেন।
তামাবিল হাইওয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।
আরকেএস-০১/এএফ-০২