মহানগর পুলিশের অভিযানে ভারতীয় চোরাই চিনি জব্দ

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৮, ২০২৫
১০:৫৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৮, ২০২৫
১০:৫৮ পূর্বাহ্ন



মহানগর পুলিশের অভিযানে ভারতীয় চোরাই চিনি জব্দ


সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ২৯০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোরের কেশবপুরের সাগরদাড়ির বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে মো. হযরত আলী (৪৫) ও খুলনা জেলার মাগুরাঘোনার আব্দুস সবুরের ছেলে আমিনুর রহমান (২৪)। 

এসএমপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সিলেটের নাইওরপুল পয়েন্টে চেকপোস্ট ডিউটিকালীন সময়ে একটি ট্রাককে সংকেত দেওয়া হলে সেটি তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকটিকে ধাওয়া করে কালিঘাট এলাকায় আটক করতে সক্ষম হয়। এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ লাখ ৪০ লাখ টাকা মূল্যের ২৯০ বস্তা চোরাই চিনির সন্ধান পাওয়া যায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। 


এএফ/০৬