কোম্পানীগঞ্জের মা-মেয়ে ২ অস্ত্রসহ নরসিংদীতে গ্রেপ্তার

কবির আহমদ, কোম্পানীগঞ্জ


জানুয়ারি ১৭, ২০২৫
১০:০২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২৫
১০:০২ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জের মা-মেয়ে ২ অস্ত্রসহ নরসিংদীতে গ্রেপ্তার


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মা-মেয়েকে দুইটি রিভলবারসহ গ্রেপ্তার করেছে নরসিংদীর বেলাবো থানা পুলিশ। 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবো উপজেলার নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হাফিজুল ইসলামরে মেয়ে হালিমা আক্তার (২৫) এবং স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫)। তারা দুজনেই সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিজয় পাড়ুয়া গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে বেলাব থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত মা ও মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় সন্দেহজনক ঘুরাফেরা করছিলেন। এসময় বেলাব থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি রিভলবার উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপিরপাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য তাদের পাঠিয়েছিলেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মিরর-কে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত অন্যদেরকে আটকের চেষ্টা চলছে।’



এএফ/০৩