সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৫
০৮:১২ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২৫
০৮:১২ অপরাহ্ন
সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘মৃত্যুর পর গুণীজনকে স্মরণ করলে আরও গুণী সৃষ্টি হওয়ার পাশাপাশি সমাজও এগিয়ে যায়, আলোকিত হয়।’ তিনি বলেন, ‘সমাজ উন্নয়নে প্রয়াত গুণীজনের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।’
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন কমপ্লেক্স মাঠে ১১ নম্বর শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কৃষক দল সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক ও শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এমএ মুছাব্বির, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম রফিক উদ্দিন ও মরহুম রজিউর রহমান টুনু মিয়াসহ অন্যান্য বিএনপি নেতা স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়সল আহমদ চৌধুরী শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে গোলাপগঞ্জের শরিফগঞ্জ ইউনিয়ন কমপ্লেক্স মাঠে ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কৃষক দল সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এমএ মুছাব্বির, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম রফিক উদ্দিন ও মরহুম রজিউর রহমান টুনু মিয়াসহ অন্যান্য বিএনপি নেতা স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘দেশের মানুষ নির্বাচন চান। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। ভোটাধিকার বঞ্চিত জনগন এখন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উন্মুখ।’
তিনি বলেন, ‘গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল মুছাব্বির তেমনই একজন গুণী মানুষ। আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি যে মূল্যবান অবদান রেখেছেন, আমরা তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। শরিফগঞ্জ তথা গোলাপগঞ্জের উন্নয়নে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করেছেন। গোটা শরিফগঞ্জকে আলোকিত করেছেন। গোলাপগঞ্জে বিএনপিকে সংগঠিত করতে তাঁর অবদান স্মরনীয় হয়ে থাকবে। তিনি ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ। তাঁর মতই মূল্যবান অবদান রেখেছেন শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম রফিক উদ্দিন ও মরহুম রজিউর রহমান টুনু মিয়া। আমরা তাঁদের অবদানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি।’
শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফয়সল চৌধুরী আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের মানুষ এখন দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশায় প্রহর গুনছেন। আগামী নির্বাচনে আমাদের সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে একজন মুছাব্বির বা রফিক উদ্দিন বা টুনু মিয়ার মতো নিবেদিতপ্রাণ কর্মী হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, ছালিক আহমদ চৌধুরী ও বদরুল আলম। সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ, যুগ্ম আহ্বায়ক জাবেদুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান, ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহফুজ মারজান, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ, যুবদল নেতা জালাল আহমদসহ সিলেট জেলা ও মহানগর, গোলাপগঞ্জ উপজেলা এবং শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।