কোম্পানীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে হাকিম চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১৭, ২০২৫
০৮:৪৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২৫
০৮:৪৮ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে হাকিম চৌধুরীর শীতবস্ত্র বিতরণ


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল হাদীস জামেয়া মুশাহিদিয়া ক্বাসিমুল উলুম খাগাইল মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টায় মাদ্রাসার মিলনায়তনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রনিখাই ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি উস্তার আলী, মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা ফখরুজ্জামান, শিক্ষা সচিব মাওলানা ফরিদ উদ্দিন ফেরদৌস, সহকারী শিক্ষা সচিব মাওলানা আনোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবির আহমদ প্রমূখ।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে হাকিম চৌধুরী বলেন, বাল্যকাল থেকেই আমি মানবসেবায় নিয়োজিত থাকার চেষ্টায় আছি। সে ধারাবাহিকতায় আর্তমানবতার সেবায় আজ কম্বল বিতরণ করতে এসেছি। আমার সামর্থ অনুযায়ী দারিদ্র জনগোষ্ঠির পাশে ছিলাম, আছি, থাকবো। পরিশেষে সমাজের বিত্তবান, শিল্পপতি, সমাজ সেবক দেরকে গরীব, দুস্থ ও অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।


এএফ/০৩