জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫
০৬:১৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২৫
০৬:১৩ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা। গত ১২ই জানুয়ারি সিলেট বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তাকে পদায়ন করা হয়।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) নতুন কর্মস্থলে এসে পৌছালে, তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যন্ড) মিজ ফারজানা আক্তার লাবনী।
জর্জ মিত্র চাকমা ৩৬ তম বিসিএস (প্রসাশন) ক্যাডার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।তার ব্যাক্তিগত পরিচিতি নাম্বার ১৮৫৪২। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার নেজারত ডেপুটি কালেক্টর, ট্রেজারী শাখা, ফরমস, স্টেশনারী লাইব্রেরি শাখায় কর্মরত ছিলেন। তিনি রাঙ্গামাটি জেলার বাসিন্দা।
অপরদিকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটে যোগদান করবেন।
আরকেএস-০১/এএফ-০২