মাছ বিক্রিকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ২১, ২০২৫
০৭:৪২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২৫
০৭:৪৭ অপরাহ্ন



মাছ বিক্রিকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫


সিলেটের কোম্পানীগঞ্জে মাছ বেচা-কেনা কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ দুই পক্ষের ২৫ জন আহত। 

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার টুকেরবাজারের বউবাজারে ৩ ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। বিকেল ৩টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণ হলেও এলাকায় উত্তেজনা রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একদিন আগে গত ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় বউবাজারে মাছ ব্যবসায়ীর সাথে ক্রেতার কেনা-বেচা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। এতে ঐদিন ২ জন গুরুতর সহ ৬ জন আহত হয়। এনিয়ে উত্তেজনা দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। ১৯ জানুয়ারির ঘটনার জেরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দুই গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের ওপর হামলা চালায়; চলে ধাওয়া পাল্টা ধাওয়া। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মাছ বেচা-কেনা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


কেএ-০১/এএফ-০৩