সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৫
০৪:২৪ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৩, ২০২৫
০৯:১৮ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি আবদুস সামাদ ও ডাইরেক্টর ফাহিম আহমদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চেম্বার নেতৃবৃন্দ চাঁদনীঘাট এলাকায় ক্ষতিগ্রস্থ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। পরে নেতৃবৃন্দ চাঁদনীঘাট নতুন ও পুরাতন মোটর পার্টস ব্যবসায়ী সমিতির অফিসে এক মতবিনিময় সভা করেন।
আক্তার হোসেন হোসেনের সভাপতিত্বে এবং চাঁদনীঘাটের ব্যবসায়ী মো. আসাদুজ্জামান রনির পরিচালনায় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শাহ আলম জুনেদ, চেম্বারের সহ সভাপতি আবদুস সামাদ, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের পরিচাল ও সিলেটজেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং চাঁদনীঘাট মটর পার্টস সমিতির কোষাধ্যক্ষ রুহুল আমিন তারেক, সদস্য নোমান আহমদ, সদস্য শামীম আহমেদ, হারুনুর রশীদ ভূঁইয়া, বাছির ভূঁইয়া, পুরঞ্জয় দত্ত, নারায়ণ দে, আওয়াল আহমদ, সুজন আহমদ, জিল্লুর রহমান, তারেক রহমান, রুবেল আহমদ, জুনেল আহমদ, মনির মুদি, সুমন দত্ত, তুহিন আহমদ, ফিরোজ আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাটের ঝালপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
সুরমা নদীর দক্ষিণ তীরঘেষা এই চাঁদনীঘাট জায়গা যানবাহন বা গাড়িসংশ্লিষ্টদের সকল কিছু পাওয়া যায়। মোটরসাইকেল থেকে বাস-ট্রাক; সব গাড়িরই নতুন-পুরাতন যন্ত্রাংশের জন্য নির্ভরতার জায়গা এই চাঁদনীঘাট।
এএফ/০৫