সিলেটে ৪ লাখ টাকার ভারতীয় গরুসহ আটক ১

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৯, ২০২৫
০৭:৫৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৯, ২০২৫
০৫:৫৫ অপরাহ্ন



সিলেটে ৪ লাখ টাকার ভারতীয় গরুসহ আটক ১

সিলেটে ৪ লাখ টাকার ভারতীয় গরুসহ আটক ১


সিলেট মহানগরীর বাদাঘাট এলাকা থেকে চার লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় গরুর চালানসহ একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জালালাবাদ থানা পুলিশের অভিযানে এই চালান জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জুবের আহমদ (৪০)। তিনি সিলেটের গোলাপগঞ্জ থানার খর্দ্দাপাড়া গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানাধীন কম্পাউন্ড মেইন গেইট সংলগ্ন বাদাঘাট-তেমুখী পাকা রাস্তায় চেকপোস্ট বসায় পুলিশ। পরে দুপুর ১২টার দিকে বাদাঘাট থেকে আসা ভারতীয় গরু বোঝাই একটি নীল ও হলুদ রঙের মিনি পিকআপ (রেজি নং- সিলেট-ন-১১-২১৭৮) থামানোর সংকেত দেয় পুলিশ। তখন পিকআপচালক পালানোর চেষ্টা করলে ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

পিএসআই (নি.) আহসান উল্লাহ ও এএসআই (নি.) কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পিকআপ থেকে লাল রঙের ২টি, বাদামি রঙের ২টি ও সাদা রঙের ১টি বলদ জব্দ করা হয়েছে। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা। আটক জুবের আহমদ জিজ্ঞাসাবাদে জানায় যে, এই অপরাধে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন। উক্ত ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জিসি / ০৪