শাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৫
১০:৫৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২৫
০৬:৫৬ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় ছাত্র হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল নামকরণ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় এ নাম পরিবর্তন করা হয়।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেব্রুয়ারী মাসব্যাপী কর্মসূচি বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে হলে গিয়ে নামের ব্যানার টানায় শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা 'ছাত্রলীগের ঠিকানা, এ বাংলায় হবেনা', 'একটা একটা লীগ ধর, ধরে ধরে জবাই কর', 'হই হই রই রই, ছাত্রলীগ গেলো কই' 'স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুরিয়ে দাও ', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
নাম পরিবর্তনকালে শিক্ষার্থীরা বলেন, আমরা চাইনা ক্যাম্পাসসহ দেশের কোথাও মুজিববাদ থাকুক। ক্যাম্পাসকে সম্পুর্ন স্বৈরাচারের দোশরমুক্ত ও তারের চিহ্ন আমরা সমূলে তুলে ফেলতে চাই।
এএফ/০৩