সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৭, ২০২৫
১১:৫২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২৫
০৮:৫৮ পূর্বাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোলারের চাকার নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান তিনি।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমা থানার ৬ নং লালাবাজার ইউনিয়ন ফকিরেরগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে। বিকাল পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ বলছে, তার বয়স আনুমানিক ৩৫ বছর। তাকে দেখে মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। তার শরীরের উপরের অংশে কেবল একটি গেঞ্জি ছিল। রোলারের চাপায় তার মাথার একাংশ থেতলে গেছে।
জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনে উন্নীতকরণের কাজ করছে সিনা হাইডো কোম্পানি। প্রতিদিনের মতো আজ সকালে সড়কটিতে কাজ করছিল ওই কোম্পানীর একটি রোলার। এসময় ওই ব্যক্তি রোলারটির পেছনে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। রাস্তার কাজ চলার সময় অসাবধানতাবশত রোলারের নিচে পড়ে গিয়ে মারা গেছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
ওসমানী হাসপাতাল থেকে দক্ষিণ সুরমা থানার এসআই আমির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার শেষে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। লাশটি এখন ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে।
তিনি জানান, সকালে সড়ক নির্মাণের কাজ করার সময় ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এএফ/০৪