সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৭, ২০২৫
১২:১৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২৫
১২:১৫ অপরাহ্ন
জাকজমকপূর্ণ আয়োজনে ঐত্যিহবাহী সামাজিক সংস্থা ‘তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা’র নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় নগরের মজুমদারীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি মো নুরুল ইসলাম খান নজরুলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বি.এম টাওয়ারের চেয়ারম্যান মো. আব্দুল মালিক।
প্রধান অতিথি তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার ভবিষ্যৎ সকল সামাজিক এবং মানবিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস এবং প্রতিশ্রুতি দেন।
মজুমদারী, লিচুবাগান, সৈয়দ মুগনী, খাসদবীরের একাংশ নিয়ে ১৯৮৯ সালে যাত্রা শুরু করা ঐত্যিহবাহী তরঙ্গ সমাজকল্যাণ সংস্থা (রেজি.নং-২৩৩/৯১)
সংগঠনের ২০২৫-২৬ সালের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সভাপতি মো নুরুল ইসলাম খান নজরুল, সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান বারেক, সহ সভাপতি মো শাহাগীর আহমদ, সহ সভাপতি আব্দুল হাফিজ খান শামীম, সহ সভাপতি সাজ্জাদুর রহমান, সহ সভাপতি আনোয়ার হোসেন মিছবাহ।
সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রানা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ডা. মো:আব্দুল হাফিজ শাফী, যুগ্ন সাধারণ সম্পাদক আহমদ হোসেন মিজান, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান খান মোছাদ্দিক, কোষাধ্যক্ষ রাহাত খান রাছি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মুসা, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ সাদ রিজভী, প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুরাদ খান নাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো ছদরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান খান কয়েছ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক লাহিন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন, পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ আজিম হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইব্রাহিম খান রাকিব, সমাজকল্যাণ সম্পাদক হোসেন খান ইমাদ, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আফরোজ খান, সহ মহিলা বিষয়ক সম্পাদক আদিবা জান্নাত খান তুষি।
কার্যকরী সদস্য পদে মনোনীত হয়েছেন মিনহার হোসেন মিনার,আব্দুল জলিল শাহীন আহমেদ, হাফিজ মো. আনোয়ার হোসেন, আলী মোজতবা সাজু, মো. ইকবাল হোসেন রুহেল, জুবায়ের খান, সৈয়দ শহীদ হোসেন সাবু, সৈয়দ সোলেমান হুসেন, নাসরিন আক্তার, শেখ সিয়াম আহমদ রনি, আবু হুরাইয়া খান নাজিম, আকিব আহমেদ, আরশাদ নাজীর খান।
অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ শপথ পাঠ করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রেহেনা আফরোজ খান এবং মো. মুসা।
গত ২৫ অক্টোবর ২০২৪ তারিখে ক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয় এবং ৩ মাসের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সময় বেঁধে দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় নবীন -প্রবীণের সমন্বয়ে নতুন এই কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে।
নব নির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল হাফিজ শাফী সিলেট মিরর-কে জানান বর্তমানে ক্লাবের নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। এতে অত্র এলাকার সম্মানিত সকলকে ক্লাব কার্যালয়ে এসে নির্ধারিত ফরম পূরণপূর্বক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এএফ/০৫