সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৫
০৭:৩৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২৫
০৭:৩৮ পূর্বাহ্ন
আবহাওয়ার পূর্বাভাস: সিলেটসহ দুই বিভাগে বৃষ্টি হতে পারে
সিলেট ও রংপুর বিভাগের দুএক জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিলেট ও রংপুর বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।’
তাছাড়া, শেষরাত থেকে ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
জিসি / ০৫