সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৫
১০:৪৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৫
০৩:৩২ অপরাহ্ন
বিএনপির যুগ্ন মহাসচিব ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘দেশের ক্রিকেট বিপ্লবের ভিত্তি তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। আমরা রাজনীতির পাশাপাশি এখন খেলাধুলায়ও সক্রিয় রয়েছি। সারাদেশে এখন প্রচুর টুর্নামেন্ট হচ্ছে। আর এর নেপথ্যে প্রেরণা যোগাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান।’
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের উপশহর এলাকায় সিলেট ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেটপর্বের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘আমাদের তরুণরা মোবাইল সংস্কৃতিসহ বিপথের দিকে চলে যাচ্ছে। ফলে আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের তরুণ সমাজকে মাদক ও হতাশা থেকে দূরে রাখার জন্যই এই খেলাধুলার আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা হয়। আওয়ামী লীগের গডফাদাররা বলতেন খেলা হবে, খেলা হবে, কিন্তু তারা মাঠ থেকে পালিয়ে গেছেন। তাদের কাছে খেলা মানে ছিল অস্ত্রের ঝনঝনানি। তারা সন্ত্রাসের খেলায় মেতে উঠেছিল। আর আমরা মাঠের খেলায় মেতে উঠেছি।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সভাপতিত্বে, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, পেশাজীবী পরিষদের সভাপতি ডা. শামীমুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ুন, ফয়সল চৌধুরী ও মিজানুর রহমান।
আব্দুস ছত্তার মামুনের পবিত্র কোরআন মজিদ তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে দলীয় সংগিতের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিবৃন্দ।
খেলায় সবুজ দল ১-০ গোলে লালকে পরাজিত করে। সবুজ দলের গোল দাতা দিলোয়ার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
এএফ/০৫