ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণের চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৪, ২০২৫
০৭:৫৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২৫
০৮:২৫ পূর্বাহ্ন



ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণের চালান জব্দ


বিশ কোটি টাকার স্বর্ণের চালান জব্দের কয়েক দিনের মাথায় ফের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের চালান জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। 

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দুবাই থেকে আসা ‍বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

জানা গেছে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনারের গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফ্লাইটের যাত্রীবিহীন ফাঁকা সিটের নিচে লুকিয়ে রাখা ৯৩৩ ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। 

বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ইনজামাম উল হক বলেন, ‘আইন ও বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।’ 

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা। এসময় আফতাব উদ্দিন (৩৬) ও সাঈদ আহমদ (২৪) নামে দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের লাগেজ তল্লাশি চালিয়ে ফ্যান ও চার্জারে মধ্যে কৌশলে রাখা ১২০টি স্বর্ণের বার ও ৪টি গোলাকার স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় সাড়ে ১৭ কেজি বলে ওসমানী বিমানবন্দর সূত্র জানিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা। এ ঘটনার ৮ দিনের মাথায় ফের ওসমানী বিমানবন্দরে স্বর্ণের চালান ধরা পড়ল।


এএফ/০১