সংস্কার না করে নির্বাচন ফলপ্রসূ হবে না : মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৫, ২০২৫
০২:২১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৫
০৭:০৬ পূর্বাহ্ন



সংস্কার না করে নির্বাচন ফলপ্রসূ হবে না : মাহমুদুর রহমান
পরবর্তী সরকারগুলো যাতে ফ্যাসিবাদী হতে না পারে সে জন্য রূপরেখা দরকার


সুষ্ঠু ও সঠিক নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করতে হবে জানিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘সংস্কার না করে নির্বাচন করা হলে তা ফলপ্রসূ হবে না।’ পরবর্তী সরকারগুলো যাতে ফ্যাসিবাদী হতে না পারে সে জন্য রূপরেখা প্রণয়নের ওপর তাগিদ দিয়ে তিনি বলেন, ‘সে জন্য ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে রূপরেখা তৈরি করতে হবে। যা পরবর্তীতে পার্লামেন্টে আইন হিসেবে গ্রহণ করা হবে।’

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এসব কথা বলেন তিনি।

একুশে পদক পাওয়ায় সিলেট প্রেস ক্লাব আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী না হয় সে জন্য ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে রূপরেখা তৈরি করতে হবে। যা পরবর্তীতে পার্লামেন্টে আইন হিসেবে গ্রহণ করা হবে।

’ সে ক্ষেত্রে নির্বাচনের আগে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের ঐকমত্যে আসা উচিত বলেও জানান তিনি। 

সুষ্ঠু ও সঠিক নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সংস্কার না করে নির্বাচন করা হলে তা ফলপ্রসূ হবে না। এ জন্য যাদের বয়স ১৮ বছর হয়েছে তাদের ভোটার তালিকায় অন্তভুক্ত করা, আসন বিন্যাস করাসহ প্রশাসনে যারা এখনো ফ্যাসিবাদী শক্তির দোসর হিসেবে কাজ করছে তাদের সরানো ছাড়া নিরপেক্ষ নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হবে না।’

এর আগে সকাল পৌনে ১১টায় মাহমুদুর রহমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে সিলেট ব্যুরোর ব্যবস্থাপনায় দুপুর ১২টায় আমার দেশ-এর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে যোগন দেন। সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চে ‘আধিপত্যবাদবিরোধী জাতীয় কনভেনশনে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।



এএফ/০৪