কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কমিটি গঠন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৬, ২০২৫
০৭:০১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৫
০৭:০১ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কমিটি গঠন
বিভিন্ন মহলের শুভেচ্ছা


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রবাসী সংগঠন ‘কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ’- এর ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটি গঠনের পর কোম্পানীগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও নেতৃবৃন্দ নবগঠিত কমিটির শুভেচ্ছা জানিয়েছেন। 

পর্তুগাল প্রবাসী মঈন উদ্দিন মনিকে সভাপতি ও সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলী আকবরকে সাধারণ সম্পাদক করে ৫৯৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা সদরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

প্রবাসী উন্নয়ন পরিষদের নব-নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি পর্তুগাল প্রবাসী মঈন উদ্দিন মনিরের সভাপতিত্বে ও কার্য বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী ও সমাজসেবক হাবিবুল্লাহ জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক মুর্শেদ আলম।

কমিটির সাংগঠনিক সম্পাদক ক্রোয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইদুর রহমান, প্রচার সম্পাদক সৌদি আরব প্রবাসী মোহাম্মদ দেলোয়ার খাঁন, অর্থ সম্পাদক সৌদি আরব প্রবাসী আবু সায়েদ আহমদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, শিক্ষক নেতা আবুল খায়ের, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমেদ, কলাবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা এনামুল হক, দক্ষিণ রনিখাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন মেম্বার, প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিঙ্গাপুর প্রবাসী আল আমীন সরকার, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী আরিজ আল মাসুম, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান আহমদ, সাংবাদিক কবির আহমদসহ নেতৃবৃন্দ।

এ সময় প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে পরিবারের চাহিদার যোগানের পাশাপাশি প্রবাসীরা দেশ ও সমাজের কল্যাণে জন্য বিভিন্নভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে যাচ্ছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। শিক্ষায় পিছিয়ে পড়ে কোম্পানীগঞ্জ কে এগিয়ে নিয়ে যেতে এবং প্রাকৃতিক দুর্যোগ সহ যেকোনো ধরনের মানবিক প্রয়োজনে প্রবাসীরা কোম্পানীগঞ্জের প্রতিটি মানুষের পাশে থাকবে।


কেএ-০২/এএফ-০৩