নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫
০৮:০৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৫
০৮:০৮ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় কাজল দাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাজল জৈন্তাপুরে উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামের নিরেন্দ্র দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কাজল দাস নিজ বাড়ি যাওয়ার পথে লালাখাল চারিকাটা বাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত কাজলকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উসমান গনী জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয় নি।
এএফ/০৩