সিলেটে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৮, ২০২৫
১১:০৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৫
১১:০৮ পূর্বাহ্ন



সিলেটে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল সমাবেশ


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারাদেশের মতো সিলেটেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মী রেজিস্ট্রারি মাঠে সমবেত হতে থাকেন। পরে সেখানে সমাবেশ করে দলটি। এতে জামায়াতের বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন শাখা থেকে নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে জামায়াতের নেতৃবৃন্দ বলেন, ‘সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যুনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি।’

বক্তারা বলেন, ‘দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বতীকালীন সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস অতিবাহিত হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি, অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।’



এএফ/০৫