রাইজ ও ইউরোকিডস স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২১, ২০২৫
১১:০২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২৫
১১:০২ পূর্বাহ্ন



রাইজ ও ইউরোকিডস স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


যথাযোগ্য মর্যাদায় সিলেট নগরের রাইজ ও ইউরোকিডস স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, ও চিত্রাঙ্কণ, শিশু বিনোদনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ আলিউর রাহমান এবং চিফ অফ স্টাফ লরেন বুশ।

বিশেষ অতিথি ছিলেন রয়েল এডুকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী, রাইজ স্কুলের প্রিন্সিপাল ফারজানা করিম।


ইউরোকিডস স্কুলের সেন্টার হেড রুশিনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ আলিউর রাহমান বলেন, ‘ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা বাংলা রক্ষার জন্য তাদের অবদান চিরস্মরণীয়। নতুন প্রজন্মকে ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

বিশেষ অতিথি ফয়সল আহমেদ চৌধুরী বলেন, ‘ভাষার জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বের বুকে বিরল। শিক্ষার্থীদের মধ্যে সেই চেতনা জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য।’

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ভাষা আন্দোলন ও বাংলা ভাষার গুরুত্ব নিয়ে আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক রাইজ ও ইউরোকিডস স্কুলের প্রিন্সিপাল জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে প্রতিষ্ঠানগুলো কাজ করবে।


এএফ/০১